চাঁদপুরে সেমাই খেয়ে একই পরিবারের শিশুসহ আটজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ২৯ জুন বৃহস্পতিবার সকালে অসুস্থ সবাইকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। ষেখানে অবস্থার অবনতি হলে তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
অসুস্থরা হলেন, শিশু আবরাহাম (৩), নুর নদী (৩) ও আনন্দ (১৩)। এছাড়া আখি বেগম (৩০), নুর জাহান (৩২), জাহানারা বেগম (৩০)।তারা সবাই চাঁদপুর শহরের পুরান বাজার মধ্য শ্রীরামদী শাহজাহান মাতব্বর বাড়ির বাসিন্দা।
হাসপাতালে আসা অসুস্থদের স্বজনেরা জানান, সকালে সবাই সেমাই খেয়ে একে একে অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে দ্রুত অসুস্থ সবাইকে হাসপাতালে নেয়া হয়।
হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. সুশান্ত বলেন, অসুস্থ তিনজনকে ঢাকায় রেফার করা হয়। বাকিদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রতিবেদক:শরীফুল ইসলাম, ২৯ জুন ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur