চাঁদপুরে সাপে কাটায় আল্লাদী বেগম(৩৫) নামের এক গৃহবধূর করুন মৃত্যু হয়েছে।
১৭ মার্চ রোববার রাতে চাঁদপুরের পাশ্ববর্তী শরিয়তপুর জেলার সখিপুর থানার দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়নের পর্দানিয়া কান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আল্লাদী বেগম ওই গ্রামের গোলাম হোসেনের স্ত্রী।
পরিবারের নিকটাআত্মীয় মহিন উদ্দিন হাওলাদার বলেন, ইফতারের পর বসতঘরের মাছায় পাটের শলা নামাতে গিয়ে সাপের ছোবলে আক্রান্ত হয়। পরে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার সংসার জীবনে স্বামী ও এক কন্যা সন্তান রয়েছে।
হাসপাতালের চিকিৎসক ডা. বিপ্লব সরকার বলেন, হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে।
প্রতিবেদক: কবির হোসেন মিজি,১৭ মার্চ ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur