Home / চাঁদপুর / চাঁদপুরে সাড়ে ১০ কোটি টাকায় নির্মিত হচ্ছে তিন খাদ্যগুদাম
চাঁদপুরে সাড়ে ১০ কোটি টাকায় তিনটি
১.০৫ মে.টন নতুন খাদ্যগুদাম

চাঁদপুরে সাড়ে ১০ কোটি টাকায় নির্মিত হচ্ছে তিন খাদ্যগুদাম

চাঁদপুরের তিনটি উপজেলায় ১০ কোটি ৩৭ লাখ টাকা ব্যয়ে তিনটি খাদ্যগুদাম নির্মিত হচ্ছে । ‘সারাদেশে ১.০৫ মে.টন ক্ষমতাসম্পন্ননতুন খাদ্য গুদাম নির্মাণ প্রকল্পে‘র অধীন চাঁদপুরের হাইমচরে, মতলব উত্তর ও কচুয়ায় তিনটি খাদ্যগুদাম নির্মিত হচ্ছে।

জেলা খাদ্য নিয়ন্ত্রক ভারপ্রাপ্ত নিত্যানন্দ কুন্ডু বিষয়টি ৩ সেপ্টেম্বর জানান ।

প্রাপ্ত তথ্যমতে , চাঁদপুরের খাদ্য গুদাম নির্মিতগুলোর মধ্যে রয়েছে মতলব উত্তরে ৫০০ মে.টন ক্ষমতা সম্পন্ন, কচুয়ায় ১ হাজার মে. টন ক্ষমতা সম্পন্ন এবং হাইমচরে ১ হাজার মে.টন ক্ষমতাসম্পন্ন খাদ্যগুদাম নির্মাণের কাজ চলছে ।

সরকারের খাদ্য বিভাগ ২০১৯-’২০ অর্থবছরে এ প্রকল্পটি সারাদেশে ১৫৮ টি খাদ্য গুদাম নির্মাণ প্রকল্প গ্রহণ করে । এরমধ্যে ১ হাজার মে.টন ক্ষমতাসম্পন্ন ৫২টি এবং ৫ হাজার মে.টন ক্ষমতাসম্পন্ন ১০৬ টি । চাঁদপুরের হাইমচর ও কচুয়ারটি ১ হাজার মে.টন এবং মতলব উত্তরেরটি ৫০০ মে.টন ক্ষমতাসম্পন্ন ।

খাদ্য গুদাম নির্মাণ প্রকল্প ২০১৯-’২০ অর্থবছরের এর কাজ সম্পন্ন হওয়ার কথা ছিল কিন্তু করোনা পরিস্থিতির কারণে কাজের গতি স্থগিত থাকার কারণে ওই অর্থবছরে এর কাজ সম্পন্ন করা হয়নি বলে জানা যায় । তবে ২০২০-‘২১ অর্থবছরের জুনের মধ্যেই চাঁদপুরের খাদ্যগুদাম গুলোর কাজ সম্পন্ন হবে বলে জেলা খাদ্য নিয়ন্ত্রক ভারপ্রাপ্ত নিত্যানন্দ কুন্ডু জানান ।

প্রাপ্ত তথ্য অনুযায়ীী জানা গেছে-হাইমচরের ১ হাজার মে.টন ক্ষমতাসম্পন্ন গুদামটির নির্মাণ ব্যয় ৪ কোটি ৫০ লাখ টাকা, কচুয়ারটি ১ হাজার মে.টন ক্ষমতাসম্পন্ন গুদামটির নির্মাণ ব্যয ৪ কোটি ৫০ লাখ টাকা এবং মতলত উত্তরেরটি ৫০০ মে.টন ক্ষমতা সম্পন্ন গুদামটি নির্মাণ ব্যয় ১ কোটি ৩৭ লাখ টাকা । ইতিমধ্যেই খাদ্যে গুদামগুলোর চলমান রয়েছে বরে জানা যায় ।

প্রসঙ্গত , বগুড়ার সান্তাহারে ২৬ ফেব্রুয়ারি ২০১৭ সালে ২৫ হাজার টন খাদ্যশস্য ধারণক্ষমতা বিশিষ্ট মাল্টিস্টোরেড ওয়্যারহাউস (সাইলো) উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) সহযোগিতায় ২৩২ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে খাদ্য অধিদফতর এ আধুনিক শীতাতপ নিয়ন্ত্রিত সাইলোটি নির্মাণ করে।

আবদুল গনি, ৪ সেপ্টেম্বর ২০২০