Home / চাঁদপুর / চাঁদপুরে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা বৃহস্পতিবার
চাঁদপুরে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা বৃহস্পতিবার

চাঁদপুরে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা বৃহস্পতিবার

বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগে এই প্রথম চাঁদপুরে সিনিয়র সাংবাদিকদের কর্মশালার আয়োজন করা হয়েছে। চাঁদপুর প্রেসক্লাবের ব্যবস্থাপনায় ৩ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত চাঁদপুর প্রেসক্লাব ভবনের তৃতীয় তলায় চাঁদপুর শহরস্থ সিনিয়র সাংবাদিকদের অংশগ্রহণে এ কর্মশালা অনুষ্ঠিত হবে।

কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ এবং সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করবেন অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য ও পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি ডাঃ দীপু মনি। এছাড়া উভয় অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক শাহ্ মোঃ আলমগীর এবং প্রেস কাউন্সিলের সচিব শ্যামল চন্দ্র কর্মকার।

কর্মশালায় মনোনিত সকল সিনিয়র সাংবাদিকদের সকাল পৌনে ৯টার মধ্যে রিপোর্ট করার জন্য অনুরোধ জানিয়েছেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শহীদ পাটোয়ারী ও সাধারণ সম্পাদক রহিম বাদশা।
প্রেস বিজ্ঞপ্তি : ।। আপডেট : ০৪:৫৪ পিএম, ০২ ডিসেম্বর ২০১৫, বুধবার
ডিএইচ