Home / চাঁদপুর / চাঁদপুরে সাংবাদিককে ইউপি চেয়ারম্যানের ‘প্রাণনাশের হুমকি’
Homki

চাঁদপুরে সাংবাদিককে ইউপি চেয়ারম্যানের ‘প্রাণনাশের হুমকি’

চাঁদপুর সদর উপজেলার কল্যাণপুর ইউনিয়নে জেলেদের মাঝে চাল বিতরনে অনিয়মের সংবাদ প্রকাশ করায় দৈনিক চাঁদপুর প্রবাহের সিনিয়র স্টাফ রিপোর্টার ও অনলাইন নিউজ পোটালের সিনিয়র স্টাফ করেসপন্ডেট কবির হোসেন মিজিকে মোবাইল ফোনে ‘প্রাণনাশের হুমকি দিয়েছেন ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন রণি পাটওয়ারী।

৩ মার্চ মঙ্গলবার বেলা ১১ টার দিকে রণি পাটওয়ারী তার ব্যবহৃত ০১৮১৯১৯৯৬৬২ মোবইল নম্বর থেকে তাকে এই হুমকি প্রদান করেন।

চেয়ারম্যান রণি পাটওয়ারী প্রতিবেদককে বিভিন্ন অশ্লীল ভাষায় গালমন্দ প্রাণনাশের হুমকি দিয়ে কারাগারে যাওয়ার জন্যে প্রস্তুত হতে বলেন। প্রতিবেদক এ বিষয়ে কলরেকর্ডসহ চাঁদপুর সদর মডেল থানায় জীবনের নিরাপত্তা শংকায় সাধারণ ডায়েরি করেছেন। নং- ১৫০, ০৩/০৪/২০১৮

প্রসঙ্গত, গত ২ মার্চ কল্যাণপুর ইউনিয়নে ভোর ৬ টা থেকে ট্যাক অফিসারের অনুপস্থিতিতে জেলেদের মাঝে চাল বিতরণ করা হয়। আর চাল বিতরনে ৪০ কেজির পরিরবর্তে ৩০ কেজি করে জেলেদেরকে চাল দেয়ায় তাদের ও ইউপি সদস্যদের অভিযোগের ভিত্তিতে চেয়ারম্যান সাখাওয়াত হোসেন রণি পাটওয়ারীর বিরুদ্ধে অনিয়মের সংবাদ প্রকাশ করা হয়।

স্টাফ করেসপন্ডেন্ট