Home / উপজেলা সংবাদ / চাঁদপুরে সঙ্গীত নিকেতনের রবীন্দ্রজয়ন্তী
চাঁদপুরে সঙ্গীত নিকেতনের রবীন্দ্রজয়ন্তী

চাঁদপুরে সঙ্গীত নিকেতনের রবীন্দ্রজয়ন্তী

‎Friday, ‎May ‎08, ‎2015  09:57:47 PM

আশিক বিন রহিম :

‘চির নতুনের ডাক, পঁচিশে বৈশাখ’ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৪তম জন্মজয়ন্তী। চাঁদপুরের সঙ্গীত শিক্ষালয় সঙ্গীত নিকেতন এ দিবসটি উদযাপনের লক্ষ্যে শুক্রবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমী মঞ্চে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

সাংস্কৃতিক অনুষ্ঠানপূর্বক সংক্ষিপ্ত আলোচনায় সংগঠনের সাধারণ সম্পাদক জীবন কানাই চক্রবর্তীর সভাপতিত্বে ও সঙ্গীত বিভাগের প্রশিক্ষক বাবুল চক্রবর্তীর পরিচালনায় বক্তব্য রাখেন স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, ডা. পীযূষ কান্তি বড়–য়া, কবি ও গীতিকার মুখলেসুর রহমান মুকুল, বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ জেলা শাখার সভাপতি পীযুষ কান্তি রায় চৌধুরী।

এ সময় আরো উপস্থিত ছিলেন বর্ণচোরা নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক শরীফ চৌধুরী, উদয়ন কচিকাঁচার মেলার প্রতিষ্ঠাতা সদস্য কল্পনা সরকার, কবি পতœী ও সংস্কৃতি অনুরাগী মুক্তা পীযূষ প্রমুখ। সংক্ষিপ্ত আলোচনা শেষে সঙ্গীত নিকেতনের শিক্ষার্থীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

চাঁদপুর টাইমস : এবিআর/ এএস/ এমআরআর/2015

 

নিয়মিত ফেসবুকে নিউজ পেতে লাইক দিন :

www.facebook.com/chandpurtimesonline/likes