নাজমুল তালুকদার | আপডেট: ০৮:২১ অপরাহ্ণ, ২২ আগস্ট ২০১৫, শনিবার
চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন দামদরদী গ্রামে জায়গা সংক্রান্ত বিরোধের জের সংঘর্ষে ৪জন আহত হবার খবর পাওয়া গেছে।
জানা যায়, ওই দিন সন্ধ্যায় মোঃ শহীদ উল্লার স্ত্রী বাড়ি থেকে পানি আনার জন্য পাশের বাড়ি গেলে তারই ভাসুর এবং দেবর শহীদ উল্লার স্ত্রীকে তাদের নিজের সম্পত্তি ছেড়ে চলে যাওয়ার জন্য কটুক্তিকর কথা বলে। এই কথা শুনে স্ত্রী মমতাজ বেগম দৌড়ে বাড়িতে এসে স্বামী শহীদ উল্লহ (৪০) কে বললে তিনি তাদেরকে ভাইদেরকে জিজ্ঞাসা করতে গেলে তারা উত্তেজিত হয়ে শহীদ উল্লাহ, স্ত্রী মমতাজ বেগম, মেয়ে মুক্তা আক্তার (১৮), রাহিম (১৩), ছেলে বোরহান উদ্দিন(৮) কে চরম মারধর করে।
আরো জানা যায়, বিগত কয়েক বৎসর আগে শহীদ উল্লা খান ৪৭ শতাংশ জায়গা নিজে ক্রয় করে, সেই সম্পত্তিতে ভাইদেরকে থাকতে দেয়। এক পর্যায়ে ভাই মোঃ বাবুল খান (৫০), লেকু খান (৪৫), দেলোয়ার খান (৩৫), রফিক খান (৪৫), বাবুল খানের ছেলে রুবেল খান (২২) তারা বেইমানী করে শহীদ উল্লাহকে নিজের ক্রয়কৃত সম্পত্তি থেকে উৎখাত করার চেষ্টায় লিপ্ত এবং প্রাণনাশের হুমকি দেয়। পরবর্তীতে শহীদ উল্লাহর অবস্থা খারাপ দেখে দ্রুত তার আত্মীয় স্বজনরা চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করায়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
চাঁদপুর টাইমস : প্রতিনিধি/এমআরআর/২০১৫