ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ থেকে ২০ মণ ইলিশের পোনা জাটকা জব্দ করেছে চাঁদপুর কোস্টগার্ড সোমবার রাত ২টা থেকে ভোর ৪টা পর্যন্ত অভিযান পরিচালনা করেন কোস্টগার্ড চাঁদপুর স্টেশন এর টহল সদস্যরা।
মঙ্গলবার সকালে জব্দকৃত ইলিশ স্থানীয় অসহায়, হতদরিদ্র ও এতিমাখানায় বিতরণ করা হয়েছে।অভিযানে নেতৃত্বে দেন কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট এ এস এম লুৎফর রহমান ও কন্টিনজেন্ট কমান্ডার (সিনিয়র চীফ পেটি অফিসার) সৈয়দ দীন ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদরের সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মাহবুব রশীদ ও কোস্টগার্ড সদস্যবৃন্দ।
কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এ এস এম লুৎফর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দক্ষিণাঞ্চলের বেতুয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী এমভি কর্ণফুলী-১৩ লঞ্চে অভিযান পরিচালনা করা হয়। এ সময় লঞ্চে তল্লাশি চালিয়ে ৮শ কেজি (২০মণ) জাটকা ইলিশ জব্দ করা হয়। নদীতে সকল ধরনের অন্যায় অপরাধ ও দস্যুতা ধরনের চাঁদপুরের কোস্টগার্ড সদা তৎপর রয়েছে।
প্রতিবেদক:শরীফুল ইসলাম
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur