Home / চাঁদপুর / চাঁদপুর ক্লাবে লং টেনিস ও স্নুকার টুর্নামেন্টের উদ্বোধন
চাঁদপুর ক্লাবে লং টেনিস ও স্নুকার টুর্নামেন্টের উদ্বোধন

চাঁদপুর ক্লাবে লং টেনিস ও স্নুকার টুর্নামেন্টের উদ্বোধন

চাঁদপুরে ক্রীড়া মাসের অংশ হিসেবে মঙ্গলবার (২২ নভেম্বর) রাতে চাঁদপুর ক্লাব মাঠে লং টেনিস ও স্নুকার টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

প্রধান অথিথি হিসেবে স্নুকার টর্নামেন্টের উদ্বোধন করেন সরকারের মন্ত্রী পরিষদ বিভাগের ( সমন্বয়ক ও সংস্কার) সচিব এনএম জিয়াউল হক এবং লং টেনিস টুর্নামেন্টের উদ্বোধন করেন চট্রগ্রাম বিভাগীয় কমিশনার মো. রুহুল আমিন।

চাঁদপুরের জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডলের সভাপতিত্বে ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুর পরিচালনায় বক্তব্য রাখেন ফেনীর জেলা প্রশাসক আমিনুল আহসান, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, চঁদাপুর প্রেসক্লাবের সভাপতি বিএম হান্নান, লং টেনিস উপ কমিটির আহ্বায়ক মোহাম্মদ আলী জিন্নাহ।

মন্ত্রী পরিষদ বিভাগের ( সমন্বয়ক ও সংস্কার) সচিব এনএম জিয়াউল হক তার বক্তব্যে বলেন, ‘চাঁদপুরে মাসব্যাপি ক্রীড়া কর্মকান্ডের আয়োজন করা হয় এমনটি জেনেই এই আয়োজনের প্রতি আমার আগ্রহ বেড়ে যায়। আজকে এখানে উপস্থিত হয়ে বুজতে পারলাম যে এটি একটি সৃষ্টিশীল আয়োজন। চাঁদপুরের জেলা প্রশাসকসহ ক্রীড়া মাসের সাথে জড়িত সকলকে অন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।’

তিনি আরো বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী অত্যন্ত ক্রীড়ামনা। তিনি দেশের ক্রীড়াক্ষেত্রে অগ্রগতির জন্য অনেক কর্মসূচি বাস্তাবায়ন করে যাচ্ছেন। আজকে খেলাধুলা থেকে দূরে থাকার কারণেই আমাদের সন্তানরা সঠিক পথে থাকতে পারছে না। দেশের ভবিষ্যতের কথা মাথায় রেখেই আমাদের সন্তানদের ক্রীড়ামনা করে তুলতে হবে।’

চট্রগ্রাম বিভাগীয় কমিশনার মো. রুহুল আমিন তার বক্তব্যে বলেন, ‘আমাদের তরুণ প্রজন্মকে ক্রীড়ামনা করে তুলতে হবে। তাদেরকে যদি খেলাাধুলােেত উৎসাহিত করাতে পারি, তবে তারা মাদকসহ সকল প্রকার সমাজিক অপরাধ থেকে দূরে থাকবে। দেশের জন্য যে বিষয়গুলো ক্ষতির কারণ এবং যা আমাদের কষ্ট দেয় তা থেকে তরুণ সমাজকে দূরে রাখতে হবে। আর এজন্যই আমাদের যুব সমাজকে ক্রীড়ামনা করে তুলতে হবে।’

তিনি আরো বলেন, ‘বর্তমান সরকার ক্রীড়াকে অনেক গুরুত্ব দিচ্ছে। সম্প্রতি শিশু-কিশোরদের নিয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ দেশের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে। আমাদের শিশু কিশোরদের যদি আমরা ক্রীড়ামনা করে তুলতে পারি তবে তারা দেশ ও জাতি জন্য গৌরব বয়ে আনবে। এজন্য রাজনৈক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও সমাজসেবকদের এগিয়ে আসতে হবে। আমি চাঁদপুরের এই ক্রীড়া মাসের সার্বিক মঙ্গল কামনা করছি।’

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা (সার্বিক) মাসুদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ আব্দুল হাই, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহাদাত হোসেন, চাঁদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোহেল রুশদী, সাবেক সভাপতি গোলাম কিবরিয়া জীবন, ফুটবল উপ-কমিরট সাধারণ সম্পাদক শাহীর হোসেন পাটওয়ারী, লং টেনিস উপ-কমিটির সদস্য সচিব শরীফ মো. আশরাফুল সহ ক্রীড়া মাস উদযাপন কমিটি ও বিভিন্ন উপ-কমিটির নেতৃবৃন্দ।

চাঁদপুর ক্লাবে লং টেনিস ও স্নুকার টুর্নামেন্টের উদ্বোধন

About The Author

প্রতিবেদক- আশিক বিন রহিম

Leave a Reply