বাংলাদেশ স্কাউট চাঁদপুর জেলা রোভারের আয়োজনে শুক্রবার (২২ জুলাই) সকালে চাঁদপুর সরকারি মহিলা কলেজের হলরুমে ১৪০ তম রোভার স্কাউট লিডারদের ওয়ারেন্টি কোর্স অনুষ্ঠিত হয়।
উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা রোভার স্কাউটের সভাপতি জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল।
তিনি বলেন, ‘এ পর্যন্ত কোন অপরাধমূলক কর্মকান্ডের সাথে স্কাউট সদস্যদের জড়িত হতে দেখা যায়নি। তারা নিজেদের কাজের পাশাপাশি অপরের কাজে এগিয়ে আসে। আগামীতে সকল কলেজেই স্কাউটের সকল ধরণের কার্যক্রম চলমান থাকবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কোর্স লিডার রাজশাহী শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর আ. রউফ মিয়া।
চাঁদপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ও জেলা রোভার স্কাউটের কমিশনার প্রফেসর এমএ মতিন মিয়ার সভাপতিত্বে ও চাঁদপুর ও লক্ষীপুর জেলার সম্বনয়কারী ইকবাল হোসেনের পরিচালনায় আরো বক্তব্য রাখেন পুরাণবাজার কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রতন মজুমদার, জেলা স্কাউটের কমিশনার অজয় কুমার ভৌমিক, জেলা রোভার স্কাউটের সম্পাদক নজরুল ইসলাম ও কোষাধ্যক্ষ আক্তারুজ্জামান খোকা।
ওয়ারিন্ট কোর্সে অংশ নেন জেলার বিভিন্ন উপজেলার কলেজ ও মাদ্রাসার ৩৬ জন শিক্ষক-শিক্ষিকা।