চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে রাস্তা পার হতে গিয়ে রিলাক্স বাসের চাপায় এক পথচারী মর্মান্তিক মৃত্যু হয়েছে।
১৮ মার্চ শুক্রবার বেলা বারোটার দিকে ওই সড়কের ঘোষের হাট এলাকার পল্লী বিদ্যুৎ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের নাম ঠিকানা জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী মোহাম্মদ মোস্তফা কামাল জানান নিহত ব্যক্তি শুক্রবার দুপুরে স্থানীয় মুদি দোকান থেকে সদাই নিয়ে রাস্তার একপাশ থেকে অন্য পাশে যাওয়ার সময় চাঁদপুর থেকে কুমিল্লার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া রিলাক্স বাসের চাপায় দুর্ঘটনার শিকার হন। এতে ওই ব্যক্তি ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন। দুর্ঘটনার পরপরই স্থানীয় এলাকাবাসী সেখানে ভিড় জমাতে থাকে।
বিস্তারিত আসছে….
প্রতিবেদক: কবির হোসেন মিজি, ১৮ মার্চ ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur