চাঁদপুর শহরে রাস্তার দু’পাশ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করা হঢেছে।২ ফেব্রুয়ারি রোববার দুপুরে বাবুরহাট এলাকায় চাঁদপুর-কুমিল্লা সড়কের দু’পাশে অবৈধ দোকারপাট উচ্ছেদ করে চাঁদপুর সদর ট্রাফিক বিভাগ। অভিযানে নেতৃত্বদেন সদর ট্রাফিক পুলিশের টিআই মো.জাহঙ্গীর আলম।
বাবুরহাট স্কুলের সামনে থেকে মতলব পেন্নাই সড়কের মোড় পর্যন্ত যানবাহন চলাচলে বিঘ্ন এবং সাধারণ পথচারী পারারে রাস্তার পাশের টিনসেডের দোকান উচ্ছেদ করা হয়।
এদিকে উচ্ছেদ অভিযানকে স্বাগত জানিয়ে স্থানীয়রা বলেন,ভবিষ্যতে যেন এইস্থানে আর কেউ অবৈধভাবে স্থাপনা নির্মাণ করতে না পারে সেদিকে কর্তৃপক্ষকে নজর দিতে হবে।
সদর ট্রাফিক পুলিশের টিআই মো. জাহঙ্গীর আলম জানান, দীর্ঘদিন থেকে এক শ্রেণির মহল সড়ক ও জনপথের জায়গায় অবৈধ স্থাপনা গড়ে তুলে ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ করে ব্যবসা করে আসছিল। রাস্তার পাশের ফুটপাতগুলোতে এভাবে দোকান নির্মাণ করায় যানবাহন ও পথচারীদের চলাচলে সমস্যা হচ্ছে। এজন্য আমরা রাস্তার পাশে গড়ে উঠা দোকান সরিয়ে ফেলার নির্দেশ প্রদান করা হয়েছে।
শরীফুল ইসলাম
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur