Home / চাঁদপুর / বেতন-ভাতার দাবিতে চাঁদপুরে পৌর কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

বেতন-ভাতার দাবিতে চাঁদপুরে পৌর কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

রাষ্ট্রীয় কোষাগার থেকে পৌরসভা কর্মকর্তা-কর্মচারীদের বেতনভাতা ও পেনসন পাওয়ার দাবিতে চাঁদপুরে অর্ধদিবস কর্মবিরতি পালন করা হয়েছে। সোমবার ৬ নভেম্বর সোমবার বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার আয়োজনে সকাল ৯ টা থেকে দুপুর ১টা পর্যন্ত চাঁদপুর পৌরসভা প্রাঙ্গনে এ কর্মসূচি পালন করা হয়।

বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগীয় সভাপতি আবুল কালাম ভুইয়ার সভাপতিত্বে ও চাঁদপুর জেলা শাখার সহ-সভাপতি মনিরুজ্জামান মানিকের পরিচালনায় বক্তব্য রাখেন,সহ-সভাপতি সৈয়দ মশিউর রহমান,চাঁদপুর শাখার সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন হাওলাদার, চাঁদপুর পৌরসভার লাইসেন্স পরিদর্শক মোশারফ হোসেন, সহকারী কর আদায়কারি সাজ্জাদ ইসলাম,তৌহিদুল ইসলাম চপল,সংগঠনের চট্টগ্রাম বিভাগীয় প্রচার সম্পাদক মো. রিয়াজ প্রমুখ।

এসময় বক্তারা বলেন,`দেশের সকল পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন ও পেনশান সরকারি কোষাগার থেকে দিতে হবে। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবে।’

প্রতিবেদক : আশিক বিন রহিম
আপডেট, বাংলাদেশ সময় ৬:১০ পিএম, ৬ নভেম্বর ২০১৭,সোমবার
এজি

Leave a Reply