Home / চাঁদপুর / চাঁদপুরে যায়যায়দিনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনাসভা
চাঁদপুরে যায়যায়দিনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনাসভা

চাঁদপুরে যায়যায়দিনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনাসভা

বুধবার, ১০ জুন ২০১৫ ০৯:৪৫ অপরাহ্ন

আনোয়ারুল হক :
চাঁদপুর ফ্রেন্ডস ফোরাম ও উইনমেক্স মোবাইলের সৌজন্যে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে বুধবার বিকেলে চাঁদপুর সাহিত্য একাডেমী ভবনে ‘দৈনিক যায়যায়দিন’ পত্রিকার ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ চিত্রাংকন প্রতিযোগিতা, ছড়া, কবিতা আবৃত্তি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের প্রথমপর্বের উদ্বোধন করেন দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার সহকারী সম্পাদক ও বাংলাদেশ হিউম্যান রাইটস এন্ড প্রেস সোসাইটির ভাইস চেয়ারম্যান বিপ্লব সরকার। প্রধান অতিথির বক্তব্য রাখেন ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ফেরদৌস মোর্শেদ জুয়েল।

তিনি বলেন, ‘আজকে সংবাদপত্রের মাধ্যমে এদেশের সকল দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানো সম্ভব। আজকে যারা সংবাদ পরিবেশন করেন তারা জাতির বিবেক। সংবাদপত্রের মাধ্যমে এদেশের মানুষের সঠিক চরিত্র তুলে ধরেন সংবাদকর্মীরা। সমাজে দুষ্কিৃতিকারীদের বিরুদ্ধে সংবাদের মাধ্যমে রুখে দাঁড়াতে হবে।’

চাঁদপুর টাইমস অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক মিজানুর রহমান রানার সভাপতিত্বে ও চাঁদপুর ফ্রেন্ডস ফোরাম-এর সভাপতি বিএম বিল্লালের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর শিশু থিয়েটারের উপদেষ্টা ইসমত আরা বন্যা।

স্বাগত বক্তব্য রাখেন চাঁদপুর তারু চত্ত্বর একাডেমীর চিত্রশিল্পী তাফাজ্জল হোসেন তাজু, চাঁদপুর ফ্রেন্ডস ফোরামের সদস্য শৈবাল মজুমদার। দ্বিতীয় পর্বের উদ্বোধন করেন চাঁদপুর পৌরসভার ১১নং ওয়ার্ডের কাউন্সিলর মাইনুল ইসলাম পাটওয়ারী।

প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাড. শরীফ মাহমুদ ফেরদৌস। সভাপতিত্ব করেন দৈনিক চাঁদপুর দিগন্তের সিনিয়র স্টাফ রিপোর্টার আব্দুল গফুর। স্বাগত বক্তব্য রাখেন চাঁদপুর ফ্রেন্ডস ফোরামের সদস্য তানভীর হোসেন প্রমুখ।

 

চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ এমআরআর/২০১৫

চাঁদপুর টাইমসর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না