চাঁদপুর থেকে বরিশাল গামী যাত্রীবাহী লঞ্চ এম ভি পুবালি-২ থেকে ৬ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে চাঁদপুর কোস্টগার্ড।
৯ জুন শুক্রবার দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য নিস্চিত করেন।
আটককৃত ব্যক্তি মোঃ ফাহাদ (১৯) কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার মুরাপাড়া গ্রামের বাসিন্দা।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন অধিনস্থ বিসিজি স্টেশন চাঁদপুর কর্তৃক লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ান এর নেতৃত্বে চাঁদপুর লঞ্চ ঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন চাঁদপুর থেকে বরিশাল গামী যাত্রীবাহী লঞ্চ এম ভি পুবালি-২ তল্লাশি করে একটি বড় স্কুল ব্যাগের ভিতরে রাখা ০৩ টি প্যাকেট থেকে ০৬ কেজি ৫০ গ্রাম গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
চাঁদপুর কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ান বলেন, পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে জব্দকৃত গাঁজাসহ আটককৃত মাদক ব্যাবসায়ীকে চাঁদপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।
প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক,৯ জুন ২০২৩