Home / চাঁদপুর / চাঁদপুরে মৎস্য ডিপ্লোমাধারীদের মানববন্ধন ও স্মারকলিপি
চাঁদপুরে মৎস্য ডিপ্লোমাধারীদের মানববন্ধন ও স্মারকলিপি

চাঁদপুরে মৎস্য ডিপ্লোমাধারীদের মানববন্ধন ও স্মারকলিপি

চাঁদপুরে বিভিন্ন দাবিতে ২৯ ফেব্রুয়ারি রোববার চাঁদপুর জেলা প্রশাসকের মাধ্যমে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় বরাবর মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে মৎস্য ইনন্সিটিউটের ডিপ্লোমাধারী শিক্ষার্থীরা।

জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক লুৎফুর রহমান।

স্মারকলিপিতে ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রকল্প ২য় পর্যায়ের আওতায় শুধুমাত্র ডিগ্রিধারীদের সুযোগ দেয়ার দাবি জানানো হয়।

এছাড়া স্মারকলিপিতে আরো উল্লেখ্য করা হয় এ অবস্থায় সরকার আরো ১১টি মৎস্য ডিপ্লোমা ইন্সটিটিউট স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। এতে করে হাজার হাজার শিক্ষার্থীদেরকে বেকারত্বের দিকে ঠেলে দেয়া হচ্ছে। এ অবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি ভালোভাবে খতিয়ে দেখার অনুরোধ করেন।

এসময় মৎস্য ইনন্সটিউটের শিক্ষার্থীদের মধ্যে দাবি আদায়কারী কমিটির আহ্বায়ক মো. মাকসুদুর রহমান, শিক্ষার্থী জুবায়ের, রেজাউল হক, শিমুল দেওয়ানসহ অন্যান্য শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

আশিক বিন রহিম, চীফ করেসপন্ডেন্ট, চাঁদপুর টাইমস

|| আপডেট: ০৫:৩০ অপরাহ্ন, ২৯ ফেব্রুয়ারি ২০১৬, সোমবার

এমআরআর