Home / চাঁদপুর / চাঁদপুর মেঘনায় চলন্ত কার্গোতে বজ্রপাত : শ্রমিক নিহত
চাঁদপুর মেঘনায় চলন্ত কার্গোতে বজ্রপাত : শ্রমিক নিহত

চাঁদপুর মেঘনায় চলন্ত কার্গোতে বজ্রপাত : শ্রমিক নিহত

চাঁদপুরের মেঘনা মোহনায় শুক্রবার দুপুর সাড়ে ১২ টায় চলন্ত বালিভর্তি কার্গো জাহাজ নসিব-২ এর ওপর বজ্রপাতে এক শ্রমিক নিহত ও অপর এক শ্রমিক আহত হয়েছে।

প্রথমে আহত অবস্থায় দু’শ্রমিক লস্কর নবীর হোসেন (২৫), সুকানি রাকিব (২৬) কে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসার পর ২টার দিকে নবীর হোসেন মারা যায়।

নিহত নবীর হোসেন লক্ষ্মীপুর জেলার কমল নগর উপজেলার চরফোরকান গ্রামের মোহাম্মদ হোসেনের ছেলে, আহত রাকবি একই এলাকার বশির হোসেন মাঝির ছেলে।

প্রত্যক্ষদর্শী জাহাজের অন্যান্য শ্রমিকরা জানায়, নবীর হোসেন জাহাজের লস্করের দায়িত্ব পালন করতো। ঘটনার সময় সে জাহাজের সামনের দিকে ছিলো এবং আহত রাকিব সুকানির দায়িত্বরত অবস্থায় জাহাজের ছাদে অবস্থান করছিলো। বাকী শ্রমিকরা ভেতরে থাকায় কেউ আহত হয়নি।

খবর পেয়ে ঘটনাস্থলে চাঁদপুর শ্রমিক ইউনিয়ন ফেডারেশনের সভাপতি জাহাঙ্গীর সর্দার, জাহাজ মালিক কামরুল ইসলাম, সবজু পাটোয়ারী, বাহাদুর, মোস্তফাসহ অনেকেই ঘটনাস্থলে আসেন এবং এদের সহযোগিতায় দু’জনকে হাসপাতালে নিয়ে আসা হয়।

চাঁদপুর মেঘনায় চলন্ত কার্গোতে বজ্রপাত : শ্রমিক নিহত

About The Author

মো. জাবেদ হোসেন

: আপডেট বাংলাদেশ সময় ৩:৪০ পিএম, ১৩ মে ২০১৬, শুক্রবার
ডিএইচ