চাঁদপুরের সিরিয়াল কিলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রসু খাঁকে অপহরণ মামলায় খালাস দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালত। ২৭ নভেম্বর রোববার দুপুরে ওই মামলায় তাকে খালাস দেয় বিচারক জান্নাতুল ফেরদৌস চৌধুরী।
বিয়ের প্রলোভন দিয়ে ২০০৪ সালে ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার রুমা আক্তারকে অপহরণ করায় মামলা দায়ের করেন তার বাবা গিয়াস উদ্দিন।
মামলায় বাদী পক্ষের আইনজীবী ছিলেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন সাইয়েদুল ইসলাম বাবু ও এপিপি খোরশেদ আলম শাওন।
নারীদের ধর্ষণ ও অপহরণের দায়েরকৃত মামলায় রসু খাঁর বিরুদ্ধে মোট ১১ টি মামলা হয়। তিনটিতে মৃত্যুদণ্ড, দুইটিতে খালাস ও ছয়টি মামলা বিচারাধীন রয়েছে।
প্রতিবেদক: শরীফুল ইসলাম, ২৭ নভেম্বর ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur