জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে তথা মুজিববর্ষে গৃহীত প্রকল্পের অধীনে ভূমিহীনদের মাঝে সরকার গৃহ বরাদ্দ প্রদান করেছে । সারাদেশে এ প্রকল্পের অধীন প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সরাসরি প্রকল্প বাসতবায়ন করা হচ্ছে । চাঁদপুরেও ১১৫ টি ঘর প্রথম পর্যায়ে বরাদ্দ এসেছে ।
চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ-আল-মাহমুদ জানান , চাঁদপুর প্রথম পর্যায়ে জেলায় ১১৫ টি ঘর বরাদ্দ এসেছে । তালিকা শেষে আগামি ১৫ ডিসেম্বর এর মধ্যে দেয়া হবে। এ ঘরগুলো হবে সরকারি জমিতে । এর তালিকা তৈরি হচ্ছ্। সরকারি নির্দেশ মোতাবেক আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি ভূমিহীনদের মধ্যে ঘরগুলোতে বুঝিয়ে দেয়া । ’
প্রথম পর্যায় চাঁদপুরে সদরে ৪০ টি, হাজীগঞ্জে ৫টি , মতলব উত্তরে ৩০ টি , মতলব দক্ষিণে ২টি , শাহরাস্তিতে ৫টি , কচুয়ায় ১৫ এবং হাইমচরে ১৮ টি ।
আবদুল গনি , ১৪ নভেম্বর ২০২০