Home / শীর্ষ সংবাদ / চাঁদপুরে মুজিববর্ষে প্রথম পর্যায়ে ১১৫টি গৃহহীন পরিবারকে গৃহ বরাদ্দ
house-..
প্রতীকী ছবি

চাঁদপুরে মুজিববর্ষে প্রথম পর্যায়ে ১১৫টি গৃহহীন পরিবারকে গৃহ বরাদ্দ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে তথা মুজিববর্ষে গৃহীত প্রকল্পের অধীনে ভূমিহীনদের মাঝে সরকার গৃহ বরাদ্দ প্রদান করেছে । সারাদেশে এ প্রকল্পের অধীন প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সরাসরি প্রকল্প বাসতবায়ন করা হচ্ছে । চাঁদপুরেও ১১৫ টি ঘর প্রথম পর্যায়ে বরাদ্দ এসেছে ।

চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ-আল-মাহমুদ জানান , চাঁদপুর প্রথম পর্যায়ে জেলায় ১১৫ টি ঘর বরাদ্দ এসেছে । তালিকা শেষে আগামি ১৫ ডিসেম্বর এর মধ্যে দেয়া হবে। এ ঘরগুলো হবে সরকারি জমিতে । এর তালিকা তৈরি হচ্ছ্। সরকারি নির্দেশ মোতাবেক আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি ভূমিহীনদের মধ্যে ঘরগুলোতে বুঝিয়ে দেয়া । ’

প্রথম পর্যায় চাঁদপুরে সদরে ৪০ টি, হাজীগঞ্জে ৫টি , মতলব উত্তরে ৩০ টি , মতলব দক্ষিণে ২টি , শাহরাস্তিতে ৫টি , কচুয়ায় ১৫ এবং হাইমচরে ১৮ টি ।

আবদুল গনি , ১৪ নভেম্বর ২০২০