চাঁদপুর সদরের মুক্তিযোদ্ধা কমান্ডের উদ্যোগে বুধবার (২৬ ডিসেম্বর) সকালে নৌকা প্রতীকে সমর্থনে মিছিল ও গণসংযোগ হয়েছে । মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নতুনবাজারস্থ চাঁদপুর সদর মুক্তিযোদ্ধা অফিসে এসে শেষ হয়।
মিছিলের নেতৃত্বে ছিলেন চাঁদপুর সদর মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কালাম মো.শামছুর আলম চিশতী । এছাড়া আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো.ছানাউল্লাহ খান, রওশন বেপারী, আ. রশিদ খান, আ. মান্নান মিজি, মৃনাল সাহা, অজিত কুমার সাহা,সাধন সরকার, ইয়াকুব মাষ্টার, আ. হামিদ মাখন,সহিদ মোল্লা, আবুল হাশেম সহ প্রায় ২ শতাধিক মুক্তিযোদ্ধাবৃন্দ। মিছিল শেষে আবুল কালাম চিশতীর নেতৃত্বে বিভিন্ন এলাকায় নৌকা প্রতীকে গণসংযোগ করেন।
বার্তা কক্ষ
২৬ ডিসেম্বর , ২০১৮ বুধবার
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur