চাঁদপুরে করোনা পরিস্থিতি দিন দিন ভয়াবহ আকারে ধারন করছে। যার কারনে জেলা প্রশাসন থেকে কঠোর অবস্থান নিতে দেখা গেছে।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) চাঁদপুর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এসময় পথচারীদের মুখে মাস্ক না থাকায় ২৮ টি মামলায় মোট ৮ হাজার ৯৬০ টাকা জরিমানা করা হয়। এদিন জেলা প্রশাসনের ৫ টি টিম মোবাইল কোর্টের মাধ্যমে এই জরিমানা করেন।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মঞ্জুর মোর্শেদ বলেন, সাম্প্রতিক সময়ে করোনার প্রভাব বেড়ে যাওয়ায় জনসাধারণকে স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করার লক্ষে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
তিনি বলেন, মাস্কের অভিযানের পাশাপাশি অন্যান্য অভিযান চলবে। এদিন সড়ক পরিবহন আইনে ৩ মামলায় ৭ হাজার টাকা জরিমানা করা হয়। এখন থেকে নিয়মিত এই মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।
প্রতিবেদক: শরীফুল ইসলাম, ২১ জানুয়ারি ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur