চাঁদপুরের জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডল বলেছেন, শিক্ষা ক্ষেত্রে পুরনো চিন্তাধারাকে পরিবর্তন করে, নতুন চিন্তাধারায় দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। আপনাদের মনে যদি শিক্ষা বিষয়ক কোনো নতুন চিন্তা জাগে। তাহলে আমাকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন। হয়তো আপনার এ চিন্তাধারাই শিক্ষা ক্ষেত্রে নতুন ইতিহাসের রূপ নেবে।
বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মাধ্যমিক পর্যায়ের প্রধান শিক্ষকদের সাথে জেলা প্রশাসকের মাল্টিমিডিয়া, অন-লাইনে ভর্তিসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময়সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক অন-লাইন বিষয়ে বলেন, চাঁদপুরে শহরে মাধ্যমিক পর্যায়ে ওয়াইফাই চালু করা হবে। আগামী ২০১৭ সালের মধ্যে জেলার সরকারি ও বেসরকারি সকল শিক্ষা প্রতিষ্ঠানে অন-লাইনের মাধ্যমে ভর্তি কার্যক্রমের ব্যবস্থা নিশ্চিত হওয়ার প্রচেষ্টা চলছে। শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিটি বিষয়ের শিক্ষকদের ফেসবুক আইডি খুলতে হবে। এর ফলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো সম্পর্কে সকলের নতুন ধ্যান ধারনার সৃষ্টি হবে। এতে পিছিয়ে পড়া শিক্ষকরা ও সামনের দিকে এগিয়ে যেতে পারে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ লুৎফর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ এম এ মতিন মিয়া, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আক্তার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফি উদ্দিন, জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা মাসুদুল আলম ভূঁইয়া, সদর উপজেলা শিক্ষা মাধ্যমিক অফিসার একেএম সাইফুল হক, বাবুরহাট উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ মোশারফ হোসেন, ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন হাওলাদার, ফরিদগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, ফরিদগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মিজানুর রহমান, লেডীপ্রতিমা মিত্র বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোরশেদা ইয়াছমিন, টেকনিক্যাল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) গিয়াস উদ্দিন পাটওয়ারী প্রমুখ।
সভায় মাল্টিমিডিয়া, অন-লাইনে ভর্তিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। জেলা ও উপজেলা পর্যায়ে ফেসবুকের মাধ্যমে শিক্ষকদের বিভিন্ন বিষয় ভিত্তিক আহবায়ক কমিটি গঠন করা হয়। এ সয়ম উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা পর্যায়ে মাধ্যমিক শিক্ষকগণ।
আনোয়ারুল হক, স্টাফ করেসপন্ডেন্ট
|| আপডেট: ০৯:২০ পিএম,০২ ডিসেম্বর ২০১৫, বুধবার
এমআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur