চাঁদপুরের সাহিত্য একাডেমিতে ১৯ মার্চ বিকেল সাড়ে চারটায় বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়শনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় । এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সহকারী অধ্যাপক মোহাম্মদ ওয়ালিদ হোসেন খান ।
সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মো.আরিফ ইমাম ।
সভার প্রারম্ভে বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সভাপতি মোহাম্মদ ওযালিদ হোসেন খান।
সংগঠনটির ব্যানারে উল্রেখিত ‘ শিক্ষার মান-উন্নয়নে সকল মাদ্রাসা জাতীয়করণ চাই’-এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মাদ্রাসা শিক্ষকদের বিভিন্ন দাবি আদায়ে চাঁদপুর সদর উপজেলার শিক্ষকদের বিনিময় সভা অনুষ্ঠিত হয় ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রিয় সহ-সভাপতি তাসলিমা মুন্নি, মো.সালাউদ্দিন আহমেদ জিন্নাহ, মো.কামরুজ্জামান , মো.বজলুর রশিদ, মো.সুলতান আহমেদ, মোহাম্মদ আনিসুর রহমান, হাসান আহমেদ ও উপজেলা নেতৃবৃন্দ।
সভায় সাংগঠনিকসহ জেলা সম্মেলন অনুষ্ঠানে বিভিন্ন বক্তব্য উপস্থাপন করেন এবং সংগঠন গতিশীল করার জন্য মতামত ব্যক্ত করেন।
করেসপন্ডেন্ট , ২০ মার্চ ২০২১