চাঁদপুর মতলব দক্ষিণে পৌর আওয়ামী লীগ ও ৯ ওয়ার্ড শাখার যৌথ উদ্যোগে বৃহষ্পতিবার(১৮ অক্টোবর) বিকেলে মায়া চৌধুরীর সমর্থনে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিলটি মতলব পৌরসভা থেকে বের হয়ে বাজার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে দলীয় কার্যালয়ের সামনে শেষ হয়।
মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে মতলব পৌর আ.লীগের সভাপতি ও পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সরকারের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের আহবায়ক মো. জহির সরকার, উপজেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক অ্যাডভোকেট শাহ আলম, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক যুথিষ্টির চন্দ্র শীল, পৌর আ.লীগের সাংগঠনিক সম্পাদক ও ৮নং ওয়ার্ড কাউন্সিলর মামুন চৌধুরী বুলবুল, পৌর ছাত্রলীগের সভাপতি কাইউম ফরাজী। সমাবেশে বক্তারা বলেন, আ.লীগের সভানেত্রী শেখ হাসিনা আগামী জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর ২ আসন থেকে বর্তমান সাংসদ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এমপিকে মনোনয়ন দিবেন এবং নৌকা মার্কা বিজয়ের লক্ষে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ সময় পৌর আ.লীগের সিনিয়র সহ-সভাপতি সুকুমার ঘোষসহ পৌর ৯ ওয়ার্ড আ.লীগের সভাপতি, সাধারণ সম্পাদক এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক
১৮ অক্টোবর,২০১৮
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur