Home / চাঁদপুর / চাঁদপুরে মাদক ব্যবসায়ীর ৫ বছরের কারাদণ্ড
মাদক

চাঁদপুরে মাদক ব্যবসায়ীর ৫ বছরের কারাদণ্ড

চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নে মহামায়া বাজারে মাদকসহ আটক মো. সেলিম মিজি (৪৫) নামে মাদক ব্যবসায়ীকে ৫ বছরের সশ্রম কারাদন্ড, ৫ হাজার টাকা অর্থদন্ড এবং অনাদায়ে আরো এক মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে আদালত।

সোমবার (৪ মার্চ) দুপুরে চাঁদপুরের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. নুরুল আলম সিদ্দীক এই রায় দেন।
কারাদন্ড প্রাপ্ত সেলিম জেলার মতলব দক্ষিণ উপজেলার উত্তর বহরী গ্রামের মিজি বাড়ীর মৃত ওমর আলী মিজির ছেলে।

মামলার বিবরণে জানা যায়, চাঁদপুর সদর মডেল থানা পুলিশের অভিযানে ২০২০ সালের ১২ জুন আসামী সেলিম মিজিকে সদরের শাহমাহমুদপুর ইউনিয়নের লোধেরগাঁও এলাকার মহামায়া বাজারের জনৈক শিপন এর কফি হাউজের সামনে হতে ১০ কেজি গাঁজাসহ আটক করা হয়। এই ঘটনায় চাঁদপুর সদর মডেল থানায় মামলা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা তৎকালীন সময়ের চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) এম শামীম আহমেদ ওই বছর ৩০ জুলাই আদালতে চার্জশীট দাখিল করেন।

মামলাটি চলমান অবস্থায় আদালত ৪জন জনের স্বাক্ষ্য গ্রহন করেন। স্বাক্ষ্যগ্রহন ও মামলার নাথিপত্র পর্যালোচনা শেষে আসামীর অপরাধ প্রমানিত হওয়ায় আদালত এই রায় দেন। তবে রায়ের সময় আসামী পলাতক ছিলেন।

সরকার পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট নিজাম উদ্দিন শাহজাদা এবং আসামী পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন খান

প্রতিবেদক: আশিক বিন রহিম,৪ মার্চ ২০২৪