চাঁদপুর জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে রোববার (১৯ আগস্ট) মাদকসহ এক যুবককে আটক করা হয়েছে। আটক যুবক চাঁদপুর শহরের কোড়ালিয়া রোডের মুন্সি বাড়ীর টেলু মুন্সির ছেলে মো.নয়ন মুন্সি (৩০)।
জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সূত্রে জানা যায়, জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মজিবুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ওই দিন দুপুর ২ টায় নয়ন মুন্সির কাছ থেকে ৫০ পিস ইয়াবা ২শ’ ৫০ গ্রাম গাঁজাসহ তাদের বসত ঘর থেকে তাকে আটক করে।
জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মজিবুর রহমান জানান, নয়ন ও তার ভাই সুমন মুন্সি র্দীঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। নয়নকে আটককালে সুমন পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।
প্রতিবেদক : আনোয়ারুল হক
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur