Home / চাঁদপুর / চাঁদপুরে ভূমি ব্যবস্থাপনায় ৫ দিনের প্রশিক্ষণ সম্পন্ন
DC CHANDPUR

চাঁদপুরে ভূমি ব্যবস্থাপনায় ৫ দিনের প্রশিক্ষণ সম্পন্ন

চাঁদপুরে ইউনিয়ন ভূমি সহকারি,উপ-সহকারী কর্মকর্তা,সার্ভেয়ার,রাজস্ব সহকারী,পেশকার,সাটিফিকেট সহকারীসহ সমপর্যায়ের কর্মচারীদের ভূমি ব্যবস্থাপনা কোর্সে ৫ দিনব্যাপি প্রশিক্ষণ সম্পন্ন হয়।

বৃহস্পতিবার ১৭ অক্টোবর সকাল ১০ জেলা প্রশাসনের আয়োজনে চাঁদপুর সার্কিট হাউজে এ ভূমি ব্যবস্থাপনা কোর্সের সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথির রাখেন জেলা প্রশাসক মো.মাজেদুর রহমান খান।

তিনি বলেন,‘প্রতিটি ইউনিয়নের সাধারণ মানুষ যাতে ভূমি সংক্রান্ত বিষয়ে কোনো ধরনের জটিলতায় না পরে সে দিকে খেয়াল রাখতে হবে। মানুষকে সেবা দিতে হবে। কাজের ক্ষেত্রে স্বচ্ছতা,দক্ষতা এবং জবাবদিহিতা চর্চা করতে হবে।’

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামানের সভাপতিত্বে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. জামাল হোসেন, সহকারী কমিশনার আবিদা সুলতানা প্রমুখ।

প্রশিক্ষণে জেলার ৮ উপজেলার ইউনিয়ন ভূমি সহকারী উপ-সহকারী কর্মকর্তা ,সার্ভেয়ার ,রাজস্ব সহকারী ,পেশকার,সাটিফিকেট সহকারীসহ সমপর্যায়ের ৪০ জন কর্মচারীরা ৫দিন ব্যাপি ভূমি ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয় ।

আনোয়ারুল হক, ১৭ অক্টোবর ২০১৯