Home / চাঁদপুর / চাঁদপুরে বোরো-পাটের লক্ষ্যমাত্রা নির্ধারণ
চাঁদপুরে বোরো-পাটের লক্ষ্যমাত্রা নির্ধারণ

চাঁদপুরে বোরো-পাটের লক্ষ্যমাত্রা নির্ধারণ

চলতি বছর চাঁদপুরের ৮ উপজেলায় পাট চাষাবাদ ও উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি চাঁদপুরের দেয়া তথ্য মতে, চলতি মৌসুমে দেশি, তোষা, মেষতা ও কেনাফ জাতীয় পাট চাষের লক্ষ্যমাত্রা হলো- ৪ হাজার ৭শ’ ৬৪ হেক্টর ও উৎপাদন লক্ষ্যমাত্রা হচ্ছে-৮৬ হাজার ৮ শ’ ৬৫ বেল । (৫মণ = ১ বেল)

সরকার এ বছর সকল পণ্যে প্লাস্টিক ব্যাগের পরিবর্তে পাটের তৈরি ব্যাগের ব্যবহার বাধ্যতামূলক করায় দেশের সব জুট মিলে ও অন্যান্য প্রতিষ্ঠানে কাঁচা পাট ও পাটের পণ্যের চাহিদা বেড়েছে। কৃষকগণও পাট চাষে আগ্রহী হয়েছে। উৎপন্ন পাটের দামও এবার ভালো পেয়েছে।

অপর এক তথ্য মতে, চলতি বছরে ইরিÑবোরোর চাষাবাদ লক্ষ্যমাত্রা ৬২ হাজার ৫ শ’ ৯৬ হেক্টর এবং উৎপাদন লক্ষ্যমাত্রা হলো- ২ লাখ ৪২ হাজার ৪শ’ ৪৬ মে.টন । এ সব ইরিÑবোরো জাতের মধ্যে রয়েছে – হাইব্রিড, উচ্চ ফলনশীল জাত এবং স্থানীয় পর্যায়ের ধান ।

সরকার ২০১৫-২০১৬ অর্থবছর প্রতি কেজি চাল ৩২ টাকা এবং ধান কেওজ প্রতি ২৮ টাকা করে ক্রয় করার ঘোষণা দিয়েছেন।

আবদুল গনি[/author]

: আপডেট ৮:০০ পিএম, ০৮ মে ২০১৬, রোববার
ডিএইচ

Leave a Reply