চাঁদপুরে ‘সামাজিক নিরাপত্তা বেষ্টনী’ কর্মসূচির আওতায় বিভিন্ন প্রকার ভাতা পাচ্ছেন ৪৮ হাজার। সামাজিক নিরাপত্তা বেষ্টনী রাষ্ট্র কর্তৃক দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে আর্থিক বা একধরনের সহায়তা প্রদানের ব্যবস্থা।
সম্পদের অপ্রতুলতার কারণে উন্নত দেশের তুলনায় অনুন্নত দেশে এ ধরনের ব্যবস্থা অপেক্ষাকৃত কম রয়েছে। সামান্য খাদ্য সহায়তা ছাড়া সত্তরের দশকে বাংলাদেশে এ ধরনের কোনো ব্যবস্থা ছিল না। উন্নত দেশের অনুরূপ বেকার ভাতা প্রদানের কোন প্রথাই ছিল না।
সমাজ সেবা অধিদপ্তর দারিদ্র্য বিমোচন কৌশলপত্রে ১৮টি সামাজিক নিরাপত্তা কর্মসূচি চিহ্নিত করেছে। চাঁদপুরে কর্মসূুচিগুলির মধ্যে রয়েছে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী শিক্ষার্থী, প্রতিবন্ধী, হরিজন ও মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা ইত্যাদি।
চাঁদপুরের ৮ উপজেলায় মুক্তিযোদ্ধার সংখ্যা ৩ হাজার ২ শ’৩৭ জন , বয়স্ক ভাতার উপকারভোগীর সংখ্যা ১৬ হাজার ৮শ’১৬ জন, বিধবা ভাতার সংখ্যা ১৬ হাজার ৪ শ’৪৫ জন, প্রতিবন্ধীর সংখ্যা ১০ হাজার ৮ শ’১১ জন, প্রতিবন্ধী শিক্ষার্থীর সংখ্যা ৮শ’৬৯ জন, হরিজন ২শ’২৮জন।
বীর মুক্তিযোদ্ধা ভাতা প্রতি মাসে ১০ হাজার টাকা রাষ্ট্রীয় ভাতা হিসেবে পাচ্ছেন। বয়স্ক,বিধবা মাসে ৪শ ’টাকা করে ভাতা পাচ্ছেন।
প্রতিবেদক- আবদুল গনি