আসন্ন জেলা পরিষদ নির্বাচনে সদস্য প্রার্থী মোহাম্মদ মনিরুজ্জামান (মানিক) সদর উপজেলার বাগাদী, বালিয়া ও চান্দ্রাসহ বিভিন্ন ইউনিয়নে হাতি মার্কায় ব্যাপক প্রচারণা করেছেন ।
২৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার সদর উপজেলার এসব ইউনিয়নে গিয়ে মনিরুজ্জামান মানিক হাতি মার্কায় ভোট চান।এসময় তিনি বলেন,আমি শিক্ষক পরিবারের সন্তান। আমার বাবা মা দু’জনই শিক্ষক ছিলেন।আমি মৈশাদী ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর কি পরিমাণ উন্নয়ন করেছি সেটি আপনাদের অনেকেরই জানা।
এবারের জেলা পরিষদ নির্বাচনে আপনারা যদি আপনাদের মূল্যবান ভোট আমাকে দেন আমি আপনাদের উন্নয়নে কাজ করার চেষ্টা করবো। প্রতি মাসে আমি যে সম্মানি পাবো সেটি বিভিন্ন ইউনিয়নে উন্নয়ন মূলক কাজে ব্যয় করবো।
এসময় উপস্থিত ছিলেন, বাগাদী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব বেলায়েত হোসেন গাজী বিল্লাল, বালিয়া ইউপি চেয়ারম্যান রফিকুল্যা পাটওয়ারী, চান্দ্রা ইউপি চেয়ারম্যান খান জাহান আলী কালু পাটওয়ারীসহ ইউপি সদস্যবৃন্দ।
প্রতিবেদক: কবির হোসেন মিজি, ২৯ সেপ্টেম্বর ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur