Home / চাঁদপুর / চাঁদপুরে বাসা-বাড়ির ছাদ থেকে কাপড় চুরিকালে নারী আটক
চাঁদপুরে বাসা-বাড়ির ছাদ থেকে কাপড় চুরিকালে নারী আটক

চাঁদপুরে বাসা-বাড়ির ছাদ থেকে কাপড় চুরিকালে নারী আটক

চাঁদপুর শহরের বিভিন্ন বাসা-বাড়ির আঙিনা কিংবা ছাদ থেকে কাপড় চুরি চক্রের এক নারী সদস্যকে হাতেনাকে আটক করেছে স্থানীয়রা। সোমবার (২৮ নভেম্বর) দুপুরে শহরের ষোলঘর পাকা মসজিদ এলাকার গাজী বাড়িতে এ ঘটনা ঘটে।

ওই বাড়ির এবি বাহাউদ্দিনের বিছানার চাদর চুরির সময় হাতেনাতে আমেনা আক্তারকে আটক করে লোকজন। পরে আমেনাকে গোয়েন্দা (ডিবি) পুলিশে হাতে তুলে দেয়া হয়।

আমেনা আক্তার শহরের কোড়ালিয়া রোডের তালুকদার বাড়ির আবু সাঈদ খন্দকারের স্ত্রী।

পুলিশ জানায়, আমেনা শহরের বিটি রোডের রাজ্জাক শেখের বাড়ির ৫ম তলায় ভাড়া থাকতো। শহরের বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে সে বাড়ির আঙিনায় কিংবা ছাদে শুকাতে দেয়া কাপড়-চোপড় চুরি করতো। ঘটনার দিন পাকা মসজিদ এলাকায় বাড়িতে ঢুকে চুরির সময় হাতেনাতে ধরা পড়ে।

খবর পেয়ে ডিবি (গোয়েন্দা) পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আহসানুজ্জামান লাবু সঙ্গীয় ফোর্স নিয়ে আমেনাকে আটক করে নিয়ে আসে।

জিজ্ঞাসাবাদে আমেনা আক্তারের দেয়া তথ্যমতে গোয়েন্দা পুলিশ বিটি রোডে তার ভাড়া বাড়ি তল্লাশী করে কমপক্ষে শতাধিক কাপড়-চোপড় জব্দ করে নিয়ে আসে।

এদিকে আমেনা আক্তারকে আটককের খবর পেয়ে শহরের বিভিন্ন বাসা-বাড়ি থেকে চুরি হওয়া কাপড়-চোপড়ের সন্ধানে অনেকেই ডিবি পুলিশের অফিসে এসে হাজির হন এবং নিজেদের কাপড় শনাক্ত করে তা নিয়ে যান।

আমেনা আক্তারের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

করেসপন্ডেন্ট : আপডেট, বাংলাদেশ সময় ৩:০০ পিএম, ২৯ নভেম্বর ২০১৬, মঙ্গলবার
ডিএইচ

Leave a Reply