Home / চাঁদপুর / চাঁদপুরে বসতঘরে মাদক সেবন করতে না দেয়ায় ‘মারধর’
চাঁদপুরে বসতঘরে মাদক সেবন করতে না দেয়ায় ‘মারধর’

চাঁদপুরে বসতঘরে মাদক সেবন করতে না দেয়ায় ‘মারধর’

চাঁদপুর পৌর এলাকায় দিন মজুর মোঃ বশির উল্ল্যাহ বকাউলের বসতঘরে ‘মাদক সেবন করতে না দেয়ায় মারধর’ অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১৩ আগস্ট) বিকেলে দক্ষিণ দাসদীর বসু বকাউল বাড়িতে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে মোঃ বশির উল্যাহ বকাউল বাদী হয়ে (১৮ আগস্ট) বুধবার আসামী দুলাল খাঁনসহ অজ্ঞাতনামা ক’জনের বিরুদ্ধে চাঁদপুর পুলিশ সুপার শামসুন্নাহার বরাবর একটি অভিযোগ দায়ের করে।

অভিযোগ সূত্রে জানা যায়, ‘দক্ষিণ দাসদী মডেল টাউনের পিছনের বারগড়িয়াগো বাড়ির ইছব খাঁনের ছেলে দুলাল খাঁন (৩৫) মদ পান করে এলাকার মানুষদের অকথ্য ভাষায় গালাগাল করে এবং বিভিন্ন সামাজিক অপরাধ মূলক কাজ করে থাকে। তার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করতে গেলে দেশিয় অস্ত্র দেখিয়ে প্রাণনাশ ও এলাকা ছাড়ার হুমকি দিয়ে থাকে।

নাম প্রকাশ্যে অনিশ্চুক স্থানীয় কয়েকজন এলাকাবাসী জানায়, ‘দুলাল খাঁন সরকার দলের পরিচয় দিয়ে অপরাধ কর্মকান্ড প্রতিনিয়ত করে যাচ্ছে। কেউ কোন বিষয়ে প্রতিবাদ করতে গেলে তার নেতৃত্বে থাকা সন্ত্রাস বাহিনী দিয়ে তাদের উপর হামলা করে। তাই কেউ মান সন্মানের ভয়ে তাকে কিছু বলার সাহস পায় না।’

এদিকে বাদী মোঃ বশির উল্ল্যাহ বকাউল জানায়, ‘আমি ও আমার পরিবার বর্তমানে নিরাপত্তাহীনতায় রয়েছি।’

এ বিষয়ে একাধিকবার চেষ্টা সত্ত্বেও অভিযুক্ত দুলাল খাঁনের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

স্টাফ করেসপন্ডেন্ট : আপডেট, বাংলাদেশ সময় ০৯:৩০ পিএম, ১৭ আগস্ট ২০১৬, বুধবার
ডিএইচ

Leave a Reply