‘শিশু গড়বে নতুন দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে আজ বৃহস্পতিবার সকালে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭ তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে চাঁদপুরে শিশু সমাবেশ, বর্ণাঢ্য র্যালী এবং আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
চাঁদপুরের জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ডা. দীপু মনি এমপি।
জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার আবু সালেহ মো. আব্দুল্লাহের সঞ্চালনায় বক্তব্য রাখেন চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার, জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটোয়ারী।
আলোচনাসভায় বক্তারা বলেন, বাঙালি জাতির জন্যে মার্চ একটি গুরুত্বপূর্ণ মাস। বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ সৃষ্টি হতো না, এ কথাটি সত্যি কথা। শুধু জন্মদিবস পালন করলে হবে না, বঙ্গবন্ধুর জীবনী সম্পর্কেও আমাদের জানতে হবে। তিনি ছিলেন লাখো মানুষের থেকে আলাদা।
||আপডেট: ০৫:০৫ অপরাহ্ন, ১৭ মার্চ ২০১৬, বৃহস্পতিবার
এমআরআর