চাঁদপুর জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, চাঁদপুর এর যৌথ উদ্যোগে ‘অভিগম্য আগামীর পথে’ এ প্রতিপাদ্যে চাঁদপুর জেলায় ২১ তম জাতীয় ও ২৮ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত হয়।
প্রতিবন্ধীদের সাথে নিয়ে ০৫ ডিসেম্বর বৃহস্পতিবার দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ৯টায় চাঁদপুর সার্কিট হাউস হতে র্যালি বের করা হয়। র্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সকাল ১০ ঘটিকায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান, সিভিল সার্জন জনাব মোঃ সাখাওয়াত হোসেন, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব কানিজ ফাতেমা, স্বাধীনতা পদক প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন্নাহার চৌধুরী।
অনুষ্ঠানে জেলা প্রশাসক অটিস্টিক শিশু জামিনা আক্তারকে একটি সেলাই মেশিন কেনার জন্য নিজস্ব তহবিল থেকে তাৎক্ষণিকভাবে ১০,০০০ টাকা তুলে দেন।
স্টাফ করেসপন্ডেন্ট, ৫ ডিসেম্বর ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur