Home / কৃষি ও গবাদি / চাঁদপুরে প্রতিবন্ধীদের থেরাপি সেবা ক্যাম্পেইনের উদ্বোধন
চাঁদপুরে প্রতিবন্ধীদের থেরাপি সেবা ক্যাম্পেইনের উদ্বোধন

চাঁদপুরে প্রতিবন্ধীদের থেরাপি সেবা ক্যাম্পেইনের উদ্বোধন

চাঁদপুরে প্রতিবন্ধীদের জন্য ভ্রাম্যমান রিহ্যাবিলিটেশন ভ্যান এর মাধ্যমে ভ্রাম্যমান থেরাপি সেবা ক্যাম্পেইন বৃহস্পতিবার সকাল ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে উদ্বোধন করা হয়েছে। ক্যাম্পেইনের ফিতা কেটে উদ্বোধন করেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এমপি।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল। অতিরিক্ত পুলিশ সুপার আশ্রাফুজ্জামান, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সুমন চন্দ্র নন্দী, ফিজিওথেরাপী কনসালটেন্ট ডা. কামরুজ্জামান, ফরিদগঞ্জ ডা. প্রিতমসহ প্রতবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তাগণ।

এ ভ্রাম্যমান থেরাপি সেবা ক্যাম্পেইনের ভ্যানটি ১ কোটি টাকার ব্যায়ে চাঁদপুর ও কুমিল্লার জন্য বাংলাদেশ সরকার প্রদান করেছে। এই উদ্বোধনের মাধ্যমে আগামী ১৬ ও ১৭ জানুয়ারি মতলব দক্ষিণ উপজেলা মিলনায়তনে, ১৮ ও ১৯ জানুয়ারি মতলব উত্তর উপজেলা মিলনায়তনে, ২৩ , ২৪ ও ২৫ জানুয়ারি কচুয়া আশেক আলী উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিবন্ধীদের চিকিৎসাসেবা দেয়া হবে।

প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সুমন চন্দ্র নন্দী জানান, প্রতিদিন গড়ে ১শ’ প্রতিবন্ধীকে সেবা প্রদান করার লক্ষ্য নিয়ে আমরা কাজ শুরু করেছি।

শরীফুল ইসলাম, স্পেশাল করেসপন্ডেন্ট

।।আপডেট : ১২:১৪ এএম, ১৫ জানুয়ারি ২০১৫, শুক্রবার
ডিএইচ