চাদঁপুর সদর উপজেলার বাগড়া বাজার এলাকার সেকদী গ্রামে বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকালে খেলতে গিয়ে খালের পানিতে পড়ে সজিব নামের ১৮ মাস বয়সী এক শিশুর করুণ মৃ্ত্যু হয়েছে।
নিহত শিশুর স্বজনরা জানায় ওই গ্রামের আহসান উল্লাহ মিজি বাড়ির জসিম মিজির শিশুপুত্র সজিব সকাল বেলা পরিবারের সকলের অগোচরে খেলাধুলা করতে গিয়ে বাড়ির পাশের একটি খালের পানিতে পড়ে যায়।
পরিবারের লোকজন তাকে অনেকক্ষন দেখতে না পেয়ে খোঁজাখুঁজির পর তাকে খালের পানিতে ভেসে উঠতে দেখে।
পরে স্থানীয়রা সেখান থেকে উদ্ধার করে চাদঁপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে।
কবির হোসেন মিজি [/author]
: আপডেট ৪:২৭ পিএম, ২১ এপ্রিল ২০১৬, বৃহস্পতিবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur