চাঁদপুরে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে মেহেদী উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে শহরের তিন নদীর মোহনায় পথশিশুদের নিয়ে এমন ব্যতিক্রম আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন লাইট ফর হিউম্যানিটি, চাঁদপুর।
এসময় তিন নদীর মোহনা ও তার আশপাশে ঘুরে বেড়ানো এমন শতাধিক পথশিশুর হাত মেহেদী দিয়ে রাঙিয়ে তোলে সংগঠনের সদস্যরা।
এর আগে মেহেদী উৎসবের উদ্বোধন করেন, লাইট ফর হিউম্যানিটির উপদেষ্টা, বিশিষ্ট সংগঠক লায়ন মাহমুদ হাসান খান।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত থেকে শিশুদের হাতে মেহেদী লাগানোর কাজে সহযোগিতা করেন, লাইট ফর হিউম্যানিটির তাসলিমা সুলতানা, রিয়াদ হোসেন, তামান্না রহমান, রাবেয়া রুবা, ইয়াসমিন, সুমাইয়া, শিমু আক্তার, সুমাইয়া নুন, সানজিদা খানম, হিয়া আক্তার, জুঁই আক্তার এবং তামান্না আক্তার প্রমূখ।
এদিকে, ঈদকে সামনে রেখে নিজেদের হাতে রঙিন মেহেদী দিয়ে সাজাতে পেরে দারুণ খুশি পথশিশুরা। সবশেষে হাতে মেহেদী লাগানো পথশিশুদের আপ্যায়নের মধ্য দিয়ে মেহেদী উৎসবের সমাপ্তি ঘটে।
প্রতিবেদক: শরীফুল ইসলাম, ৬ জুলাই ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur