এমপি ভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারীদের কে ৫% বার্ষিক প্রবৃদ্ধি ও ২০% বৈশাখী ভাতা প্রদানের ঘোষণা দেওয়ায় জননেত্রী, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে কচুয়ায় মাধ্যমিক, মাদ্রাসা ও কলেজ শিক্ষকরা আনন্দ মিছিল বের করেছে।
বৃহস্পতিবার (১৫ নভেম্বর) মিছিলটি কচুয়ার বাইপাস সড়ক থেকে বের হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে কোর্ট বিল্ডিংয়ের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. মিজানুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী সমিতির সভাপতি রফিকুল ইসলাম পাটোয়ারী, সহ-সভাপতি শহীদ উল্যাহ পাটওয়ারী ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, জমিয়াতুল মোদারেসিন উপজেলা শাখার সভাপতি মো: সালে আহম্মদ ও সাধারণ সম্পাদক নুরুল আলম মজুমদার প্রমুখ। এসময় বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur