চাঁদপুরে নিষেধাজ্ঞা শেষে ইলিশ ধরা শুরু

মা ইলিশ রক্ষায় সরকারের ২২ দিনের নিষেধাজ্ঞা সোমবার রাত ১২টায় শেষ হয়েছে। মধ্যরাত থেকেই চাঁদপুরের মেঘনায় ইলিশ ধরা শুরু করেছে জেলেরা। বরিশাল ও চট্টগ্রামের বিভিন্ন মৎস্য ঘাটেও জেলেরা নদী-সাগরে নামার প্রস্তুতি নিয়েছে। ফলে আবারও সরগরম হয়ে উঠেছে এসব এলাকার জেলেপল্লি, মাছ বাজার ও মৎস্য ঘাট।

মা ইলিশ রক্ষায় ৪ অক্টোবর থেকে ইলিশ আহরণ, পরিবহণ, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময়ে ওই নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তর জানায়, এবার ৯০ শতাংশ মা ইলিশ রক্ষা করা গেছে। তবে নিষেধাজ্ঞা চলাকালেও চাঁদপুরে ইলিশ শিকার ও ক্রয়-বিক্রয়ের অভিযোগ পাওয়া গেছে।

আরও পড়ুন… চাঁদপুরে পদ্মা-মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করেই চলছে ইলিশ ধরা

২৫ অক্টোবর সোমবার মধ্যরাত থেকেই চাঁদপুরের মেঘনায় জেলেদের ইলিশ ধরা শুরু হয়েছে। অনেক ইলিশের পেটে ভরপুর ডিম রয়েছে বলে জানায় জেলেরা। এবার মা ইলিশ রক্ষা অভিযানের সময় জেলেরা সরকারের চাল সহযোগিতা পেয়েও নদীতে মাছ ধরেছে। চাঁদপুর সদর, হাইমচর, মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার পদ্মা-মেঘনা নদী তীরবর্তী এলাকার জেলেরা আইন অমান্য করে ইলিশ শিকার করে বলে অভিযোগ পাওয়া গেছে।

প্রতিদিন সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত শত শত জেলে নদীতে নেমে ইলিশ শিকার করেছে। রাতের অন্ধকারে নদীর পাড়েই বিক্রি হয়েছে ইলিশ। গ্রামে ঢুকে ফেরি করেও ইলিশ বিক্রি হয়েছে বলে অভিযোগ রয়েছে। ইলিশ কেনার জন্য নদীপাড়ের চিহ্নিত স্থানগুলোতে মানুষের জটলা থাকত রাত থেকে ভোর পর্যন্ত।

স্টাফ করেসপন্ডেট

Share