চাঁদপুর পুরাণবাজার ও নতুনবাজার পুলিশ ফাঁড়ির টহল পুলিশদের নিয়মিত মাদক বিরোধী অভিযান ও ওয়ারেন্ট তামিলের অভিযানে সাইফুল ইসলাম(১৮) নামে এক ইয়াবা কারবারীকে আটক করা হয়েছে।
২৪ জুলাই বুধবার রাতে টেকনিক্যাল খলিশাডুলি এলাকার থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে দেড় শাতাধিক নিষিদ্ধ ইয়াবা ও মোটর সাইকেল জব্দ করা হয়। আটক সাইফুুল
কুমিল্লার লালমাই থানার হাতিলোটা গ্রামের মোল্লা বাড়ির ইউসুফ মোল্লার ছেলে।
পুরাণবাজার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলম জানান, ওই এলাকার মায়ের দোয়া ওয়ার্কসপের সামনে ইয়াবা কারবারীরা ইয়াবা আদান প্রদান করাকালে পুলিশ উপস্থিতি টের পেয়ে পালানোর সময় পুলিশ তাদের ধাওয়া করে।
এসময় সাইফুল ইসলাম(১৮) কে আটক করা হয়। তার কাছ থেকে ও শিকারোক্তি মতে ১শ ৫০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। একই সাথে সাইফুলের কাছ থেকে টিভিএস কোম্পানীর (ঢাকা মেট্রো-হ-২১-৯৯৯৭) মোটর সাইকেল জব্ধ করা হয়।
অপর দুই আসামী চাঁদপুর শহরের জেটিসি কলোনীর মোঃ আলম গাজী (২৩) ও জগতপুরের নুরু মিয়া (২৬) দৌড়ে পালিয়ে যায়। আটক ও পলাতক ৩ আসামীর বিরুদ্ধে ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
প্রতিবেদক- আশিক বিন রহিম, ২৬ জুলাই ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur