Home / চাঁদপুর / চাঁদপুরে দু’সিএনজি স্কুটারের সংঘর্ষে নারী-শিশু আহত ৪
accident-2
প্রতীকী ছবি

চাঁদপুরে দু’সিএনজি স্কুটারের সংঘর্ষে নারী-শিশু আহত ৪

চাঁদপুরে দু’সিএনজি স্কুটারের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ ৪ জন গুরুতর আহত হয়েছে। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকালে চাঁদপুর-রায়পুর সড়কের সেতু সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন চাঁদপুর শহরের মিশন রোড এলাকার মামুনুর রশিদের স্ত্রী উন্মে হাবিবা (২০), ফরিদগঞ্জ নোয়াপাড়া গ্রামের নাছির মিজির স্ত্রী ফাতেমা বেগম ( ৩০), তার শিশুকন্যা নাদিয়া আক্তার (৪) ও মাতা আলেয়া বেগম (৫৫)।

এদের মধ্যে উন্মে হাবিবার অবস্থা আশংকাজনক দেখে তার উন্নত চিকিৎসার জন্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আহতদের পরিবারের সদস্যরা জানায়, শুক্রবার সকাল সাড়ে ৮ টার দিকে তারা ফরিদগঞ্জ উপজেলা থেকে একটি সিএনজি স্কুটারে করে চাঁদপুরের উদ্দেশ্যে রওয়ানা হয়। স্কুটারটি চাঁদপুর রায়পুর সড়কের সেতু পার হয়ে এলে টোল ঘরের কাছাকাছি আসলে বিপরীত দিক থেকে আসা অপর একটি সিএনজি স্কুটার তাদের বহনকৃত স্কুটারটির সাথে মুখোমুখি সংঘর্ষ বাঁধিয়ে দেয়।

এতে তারা একই পরিবারের ৩ জন সহ ৪ জন শরীরের বিভিন্নস্থানে রক্তাক্ত জখম হয়ে গুরুতর ভাবে আহত হন। প্রত্যক্ষদর্শীরা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্যে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

প্রতিবেদক: কবির হোসেন মিজি
আপডেট,বাংলাদেশ সময় ৮:১০ পিএম ৯ ফেব্রুয়ারি ২০১৮,শূক্রবার
এজি