Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলবে বিএনপি’র কেন্দ্রিয় নেতার বাড়িতে হামলা ও ভাংচুর
D. JALAL-1

মতলবে বিএনপি’র কেন্দ্রিয় নেতার বাড়িতে হামলা ও ভাংচুর

চাঁদপুরের মতলব দক্ষিণে বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে বিএনপি নেতা ড.জালাল উদ্দিনের নির্মাণাধীন তিনতলা ভবনে শুক্রবার (৯ ফেব্রæয়ারি) বিকেল ৫টায় উপজেলার ঢাকিরগাঁও এলাকায় হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে।

এ সময় হামলাকারীরা ওই ভবনের দরজা-জানালা,টাইলস ভাংচুর করে রড ও সিমেন্ট ভর্তি বস্তা নিয়ে যায় বলে ক্ষতিগ্রস্তরা জানায়।

উপজেলা বিএনপি’র সভাপতি এমদাদ হোসেন জানান, কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুর-২ নির্বাচনী এলাকার মতলব দক্ষিণের বোয়ালিয়া এলাকায় শুক্রবার বাদ জুমা বিক্ষোভ মিছিল করে বিএনপি,যুব দল ও ছাত্রদল নেতা-কর্মীরা। খবর পেয়ে শাসকদলীয় নেতা কমীরা বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য ড.জালাল উদ্দিন নির্মানাধীন ভবনে ঢুকে তান্ডব চালিয়ে ওই ভবনের দরজা-জানালা,টাইলস ভাংচুর করে । এর পুর্বে আমার বাড়ি এবং যুবদল নেতা কারুলের বাড়িসহ বিভিন্ন নেতা কর্মীদের বাড়িতে হানা দেয়।

এ ব্যাপারে বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য ড.জালাল উদ্দিন বলেন, ‘আমার দলের নেতা-কর্মীরা দুপুরে শান্তিপূর্ণ ভাবে কেন্দ্রিয় কর্মসূচি পালন করে ঘরে ফিরে যায়। বিকেলের দিকে আকস্মিক ছাত্রলীগ নেতা-কর্মীরা আমার নির্মাণাধীন ভবনে হামলা চালিয়ে লাখ লাখ টাকার ক্ষতি করে। শুধু তা-ই নয়, আমার বিল্ডিংয়ের কেয়ার টেকার জাকিরকেও তারা মারধরের চেষ্টা চালায়।’

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.কুতুব উদ্দিন বলেন, ‘কিছুক্ষণ আগে ঘটনাটি শুনেছি। তবে এখনো পুলিশ ঘটনাস্থলে যায়নি। তাই ঘটনার সত্যতার বিষয়ে আমি নিশ্চিত নই।’

স্টাফ করেসপন্ডেন্ট
: আপডেট, বাংলাদেশ সময় ০৯:০৩ পিএম, ৮ ফেব্রুয়ারি ২০১৮, বৃহস্পতিবার
ডিএইচ