Home / চাঁদপুর / চাঁদপুরে দারিদ্রবিমোচন ও কৃষি খাতে ১৮১ কোটি টাকা ঋণ বিতরণ
news-tk-
প্রতীকী ছবি

চাঁদপুরে দারিদ্রবিমোচন ও কৃষি খাতে ১৮১ কোটি টাকা ঋণ বিতরণ

২০১৯-২০২০ অর্থবছরে জুন পর্যন্ত চাঁদপুরে সরকারি-বেসরকারি ব্যাংকগুলে তে ১৮১ কোটি ৭৫ লাখ টাকা কৃষিঋণ ও দারিদ্রবিমোচন খাতে বিতরণ করেছে। এ খাতে বাংলাদেশ ব্যাংকের বরাদ্দ ছিল ২১৬ কোটি ১৬ লাখ টাকা। ৩ আগস্ট সোমবার চাঁদপুরের বিভিন্ন ব্যাংকের আঞ্চলিক কার্যালযের সুত্রে এ তথ্য জানা গেছে ।

চাঁদপুররে ৮ উপজলোয় রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো ২০১৯-২০ অর্থ বছররে জুন পর্যন্ত ১৫০ কোটি ৭২ লাখ টাকা এবং বেসকারি ২৪ টি ব্যাংক ৩১ কোটি ১১ লাখ টাকা কৃষিঋণ ও দারিদ্রবিমোচনে বিতরণ করেছ বলে জেলা কৃষি ঋণ কমিটির এক সূত্রে জানা গেছে ।

যার সরকারির বিতরণের হার বরাদ্দের ৬১ % ও বেসরকারির ৪৫ % । ওই সব ব্যাংকে ২০১৯-২০ র্অথবছরে বরাদ্দ ২৪৮ কোটি ৭২ লাখ ৮৮ হাজার টাকা সরকারি ব্যাংক ও বেসরকারি ব্যাংক সমূহে ৬৭ কোটি ৪৪ লাখ টাকা ।

এদিকে এ অর্থবছরে ব্যাংকগুলো শ্রেণিকৃত ঋণ আদায় করেছে ১৪৭ কোটি ৪০ লাখ ৯৫ হাজার টাকা ।

অগ্রণী ব্যাংকের একজন ব্যাংক কর্মকর্তা জানান,‘ বিভিন্ন শ্রেণিভিত্তিক ঋণ আদায়ে অগ্রণী ব্যাংক গ্রাহকদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ অব্যাহত রয়েছে। ব্যাংক কর্মকর্তগণ যেমন ঋণ আদায় করছে তেমনি তাৎক্ষণিক ঋণ প্রদানও করে যাচ্ছে।’

প্রতিবেদক : আবদুল গনি , ৪ আগস্ট ২০২০