Home / চাঁদপুর / চাঁদপুরে থেলাসেমিয়ায় আক্রান্ত দুই বোন বাঁচতে চায়
thelsemium
থেলাসেমিয়ায় তানজিলা আক্তার ও হাবিবা আক্তার।

চাঁদপুরে থেলাসেমিয়ায় আক্রান্ত দুই বোন বাঁচতে চায়

চাঁদপুরে থেলাসেমিয়ায় রক্ত শূন্যতায় যে কোনো সময় অকালে ঝরে যেতে পারে একই পরিবারের দুটি বোনের তাজা প্রাণ। তারা দু’জন একই মা-বাবার সন্তান। রক্ত হলে বাঁচবে তাদের জীবন আর না হলে যে কোনো সময় পৃথিবীর আলো ছেড়ে চলে যেতে পারে ওপারে।

দাতব্যদের রক্ত সহায়তার ওপর সৃষ্টিকর্তা রেখেছেন তাদের দু’বোনের জীবন। চিকিৎসকদের ভাষায় এটিকে থেলাসেমিয়া রোগ বলা হয়।

এরা হলেন, চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ধানুয়া গ্রামের অহিদ গাজীর দু’শিশুকন্যা তানজিলা আক্তার (১৩) ও হাবিবা আক্তার (৭)।

তাদের মাতা হনুফা বেগমের সাথে আলাপকালে চাঁদপুর টাইমসকে জানান,‘তারা দু’জনই থেলাসেমিয়া রোগে আক্রান্ত। যার কারণে প্রতিমাসে তাদের শরীরে ও প্রজেটিভ গ্রুপের রক্ত দিতে হয়।’

তিনি জানান, ‘বড় মেয়ে তানজিলা আক্তারের পাঁচ বছর বয়স থেকে থেলাসেমিয়া(রক্ত শূন্যতা) রোগ ধরা পড়ে। আর ছোট মেয়ে হাবিবার ৪ বছর বয়স থেকে এ রোগ ধরা পড়ে। তারপর থেকেই তাদের দু,জনকে প্রতিমাসে একব্যাগ করে রক্ত দিতে হয়।’

হনুফা বেগম জানায় ‘প্রতিমাসে তাদের দু’বোনের জন্যে রক্ত সংগ্রহ করতে গিয়ে তাদেরকে অনেক বিপাকে পড়তে হয়।’

চিকিৎসকের বরাত দিয়ে তিনি জানান, ‘যতদিন তারা বাঁচবে এভাবেই রক্ত দিয়ে করে তাদেরকে বাঁচাতে হবে, আর প্রতিমাসে নিয়মিত তাদের শরীরে রক্ত প্রয়োগ করাতে না পারলে তাদের খাওয়া-দাওয়া বন্ধ হয়ে যাবে এবং সমস্ত শরীর সাদা হয়ে যে কোনো সময়ই তারা মারা যেতে পারে।’

প্রতিমাসে দুই বোনের জন্যে রক্ত প্রয়োজন করতে দুশ্চিন্তায় থাকতে হয় বাবা মায়ের। যদি কোন ব্যাক্তি স্বেচ্ছায় তাদেরকে ও প্রজেটিভ গ্রুপের রক্ত দিতে আগ্রহ প্রকাশ করেন তাহলে ০১৭২৬৬৩৬৩৯৬, এই নম্বরে যোগাযোগের জন্যে শিশুর পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

এ রোগ সম্পর্কে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার( আরএমও) ডা.আসিবুল আহসান চৌধূরী চাঁদপুর টাইমসকে জানান, ‘বিয়ের আগে এবং পরে নারী-পুরুষের যে কারো যৌন সমস্যা থাকলে তাদের সন্তানদের থেলাসিমিয়া রোগ হওয়ার সম্ভাবনা থাকে। স্বামী-স্ত্রীর মেলামেশার ক্ষেত্রে অসচেতনতার কারণেও অনেক শিশু সন্তানদের এমন রোগ দেখা দেয়।’

তাঁর মতে, ‘এটিকে জিনগত রোগ বলা হয়, কিংবা বংশগত ও জন্মগত কারণে এমন রোগে শিশুরা আক্রান্ত হয়।’.

এ রোগের করণীয় সম্পর্কে তিনি বলেন, ‘এ রোগ থেকে বাঁচার উপায় হলো স্বামী স্ত্রী মেলামেশা সময় সর্তক থাকতে হবে। যদি কারো প্রথম সন্তান থেলাসিমিয়া রোগে আক্রান্ত হলে তাদেরকে মেডিকেল চেকআপ করাতে হবে তাহলেই এমন রোগ থেকে শিশুরা রক্ষা পাবে।’

প্রতিবেদক:কবির হোসেন মিজি
২৬ জানুয়ারি,২০১৯

Leave a Reply