মহান শহীদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পন করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার নেতৃবৃন্দ।
২১ ফেব্রুয়ারি সোমবার সকালে চাঁদপুর শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়কস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে ভাষা দিবসের চেতনাকে হৃদয়ে লালন করে শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তারা এই পুষ্পস্তবক অর্পন করেন। এর পূর্বে তারা প্রভাত ফেরীতে অংশ নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন যান।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সভাপতি ডাক্তার মোঃ শফিউল্লাহ, সাংগঠনিক সম্পাদক ডাক্তার শাহাজালাল, অর্থ সম্পাদক আবদুস সামাদ, দপ্তর সম্পাদক ডাক্তার মোঃ ফরিদ উদ্দিনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: কবির হোসেন মিজি, ২১ ফেব্রুয়ারি ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur