Home / উপজেলা সংবাদ / শাহরাস্তি / ‘আপনারা ঘরের দায়িত্ব নিন, আমরা আপনাদের পাশে আছি’
sp-samsunnahar

‘আপনারা ঘরের দায়িত্ব নিন, আমরা আপনাদের পাশে আছি’

চাঁদপুর পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম বলেছেন, ‘বাল্য বিবাহ নারী নির্যাতনের প্রথম ধাপ। অভিভাবক ও সমাজ প্রতিনিধেদের সিদ্ধান্ত নিতে হবে, তাদের সন্তানদের বাল্য বিবাহ দিবে না। আপনারা ঘরের দায়িত্ব নিন, আমরা আপনাদের পাশে আছি।’

শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় চাঁদপুরের শাহরাস্তি উপজেলার কাকৈতলা গোলাম কিবরিয়া দাখিল মাদ্রাসা ময়দানে মেহের উত্তর ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ও শাহরাস্তি থানার যৌথ উদ্যোগে সন্ত্রাস, জঙ্গিবাদ,মাদক, ইভটিজিং ও বাল্য বিবাহ বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শাহরাস্তি মডেল থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ নুর হোসেন মামুনের সভাপতিত্বে সমাবেশে পুলিশ সুপার বলেন, মাদক, জঙ্গিবাদ আমাদের সমাজ ধ্বংস করে দিচ্ছে। তারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি। কোনোভাবেই এসব অপরাধ যেন ছেলে মেয়েদের কাছে হানা দিতে না পারে সে দিকে লক্ষ্য রাখতে হবে। জনতার শক্তির কাছে কোন অপশক্তি মাথা উচুঁ করে দাড়াতে পারবে না। সমাজের সমস্যা সমাধান করতে হলে সবাই মিলে কাজ করতে হবে। আপনারা যেমনি সুফল ভোগ করবেন, তেমনি দুঃখও ভোগ করতে হবে।’

শাহরাস্তির ডা. আনোয়ার উল্লাহ হত্যার বিষয়ে বলেন, ‘আমরা এ হত্যাকা-ে নিয়ে তদন্ত করছি। আমরা এ ঘটনায় একজনকে ধরেছি। মূল হোতাদের ধরা হবে।’

তিনি এসময় বিদ্যালয় শিক্ষার্থী ও সাধারণ লোকজনের অভিযোগ শুনেন এবং তা বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাহরাস্তি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন মিয়াজী, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ) সার্কেল মোঃ মনজিল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান মিন্টু, উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি এমএ আউয়াল মজুমদার, উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মোল্লার সঞ্চালনায় সমাবেশে অন্যানের মাঝে বক্তব্য রাখেন সূচীপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ হুমায়ুন কবির ভূঁইয়া, মেহের উত্তর ইউপি চেয়ারম্যান মোঃ মনির হোসেন, ইউনিয়ন কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী মোঃ জাবেদ হোসেন পাটওয়ারী, সাধারণ সম্পাদক হাজী ডাঃ মোঃ মাহবুব আলম, উপজেলা আওয়ামীলীগের সদস্য মোঃ জিয়াউল কবির দুলাল, কাকৈরতলা গোলাম কিবরিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওঃ মোঃ জহিরুল হক, ইমামদের পক্ষে মাওঃ ফয়েজ আহমেদ, কমিউনিটি পুলিশিংয়ের সাংগঠনিক সম্পাদক ভূষন চন্দ্র দে, ১ নং ওয়ার্ড কমিউিনিটি পুলিশিংয়ের সভাপতি হাজী আবু তাহের, করফুলেন্নেছা মহিলা ডিগ্রি কলেজের ছাত্রী ইসরাত জাহান, বানিয়াচোঁ জেবি উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী আফরুজা সুলতানা, পঞ্চগ্রাম আজিজুর রহমান উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্র মোঃ মেহেদী হাছান, ৭ম শ্রেণীর ছাত্র অভিজিৎ চন্দ্র দে, এছাড়া সমাবেশে অন্যানের মাঝে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য মোঃ তুহিন খান, উপজেলা তাতীঁলীগের সভাপতি মোঃ ইব্রাহীম খলিল।

মো. মাহবুব আলম.
: আপডেট, বাংলাদেশ সময় ০৪: ০০ এএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৭, রোববার
ডিএইচ

Leave a Reply