চাঁদপুর শহরের নতুন বাজার এলকার স্ট্যান্ট রোডে ডাকাতিয়ার পাড়ে আনোয়ার সিমেন্টের ঘাট উদ্বোধন করা হয়েছে। ৩০ অক্টোবর শনিবার বেলা ১২ টায় প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন, আনোয়ার সিমেন্ট কোম্পানীর ন্যাশনাল সেলস হেড নাফিস কবির সিদ্দিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ার সিমেন্ট কোম্পানীর ডিজিএম (লজিস্টিক্স) মোঃ মনিরুল ইসলাম, আনোয়ার সিমেন্টের চট্টগ্রাম ডিভিশনের ম্যানেজার মোঃ যোবায়ের আল-আমিন। উদ্বোধনের পূর্বে আমন্ত্রিত প্রধান অতিথি, বিশেষ অতিথিদের কে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন চাঁদপুর শহরের স্ট্যান্ট রোডের নববী ট্রেডাসের প্রোপ্রাইটর আব্দুর রহমান সুমন সহ অন্যান্যরা।
এসময় আনোয়ার সিমেন্ট চাঁদপুরের ডিলারসহ নববী ট্রেডাসের অন্যান্য কর্মচারীবৃন্দরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য: নতুন বাজার এলকায় ডাকাতিয়া নদীর পাড়ে আনোয়ার সিমেন্টের যে ঘাটটি আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এই ঘাট দিয়েই নিয়মিত নদীপথে আসা জাহাজ থেকে আনোয়ার সিমেন্ট আমদানী রপ্তানী করা হবে।
প্রতিবেদক: কবির হোসেন মিজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur