চাঁদপুরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু

চাঁদপুর-চট্টগ্রামের মধ্যে চলাচলকারী মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মাথা পেটে অজ্ঞাতনামা (৪৫) বয়সী নারীর মৃত্যু হয়েছে। ৩১ মে বুধবার ভোর সাড়ে ৫টায় মেঘনা এক্সপ্রেস ট্রেনটি চাঁদপুর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার সময় সদর উপজেলার মৈশাদী নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের সংবাদের ভিত্তিতে দুপুরে ঘটনাস্থল থেকে সুরতহাল রিপোর্ট তৈরী করে মরদেহ উদ্ধার করে চাঁদপুর রেলওয়ে (জিআরপি) থানা পুলিশ। ওই নারীর পরনে ছিল ম্যাক্সি।

চাঁদপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ উল্লাহ বাহার বলেন, মরদেহ উদ্ধার করে থানা নিয়ে আসা হয়। পরে ময়না তদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। পরিচয় না জানার কারণে বিষয়টি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চাঁদপুর জেলা কার্যালয়ে জানানো হয়। তারা এসে তথ্য প্রযুক্তি ব্যবহার করে পরিচয় সনাক্ত করতে পারেননি।

ওসি আরো জানান, পরিচয় সনাক্ত না হওয়ার কারণে বিকেলে ময়না তদন্ত শেষে মরদেহ দাফনের জন্য আঞ্জুমানে মফিদুল ইসলামের নিকট হস্তান্তর করা হয়। এই ঘটনায় রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

প্রতিবেদক: কবির হোসেন মিজি, ৩১ মে ২০২৩

Share