পৃথক দুটি অভিযানে বুধবার (৮ জুন) রাতে ক্রেতা সেজে ‘টেকনাফ কানেকশান’ এর দুই ‘ইয়াবা ডিলারকে’ আটক করেছে চাঁদপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
এদের মধ্যে চাঁদপুর সদর উপজেলার মদনা গ্রামের ‘ইয়াবা ডিলার’ ও একাধিক মাদক মামলার আসামি মো. আবু তাহের প্রকাশ ওরফে আবু (৩৮) কে ১৬০ পিস ও মতলব দক্ষিণ উপজেলার দীঘলদি থেকে ‘ইয়াবা ডিলার’ মো. মন্নান মিজি (৩৬)কে ১৫০ পিসসহ গ্রেফতার করা হয়।
গোয়েন্দা (ডিবি) পুলিশ সূত্রে জানা যায়, উপপরিদর্শক (এসআই) খন্দকার মো. ইসমাইল, সহকারী উপপরিদর্শক (এএসআই) আহসানুজ্জামান লাবুসহ সঙ্গীয় ফোর্স নিয়ে এদের আটক করা হয়।
গোয়েন্দা কর্মকর্তা খন্দকার মো. ইসমাইলচাঁদপুর টাইমসকে জানান, ‘ দীর্ঘদিন চেষ্টা করে ‘‘টেকনাফ কানেকশন”এর মূলহোতা আবু তাহেরকে আটক করতে সক্ষম হই। তাকে জিজ্ঞাসাবাদ করে ব্যাপক তথ্য পাওয়া গেছে। একই সময়ে গোপন সংবাদের ভিত্তিতে ‘‘টেকনাফ কানেকশন”এর আরেক ইয়াবা ডিলার মতলব দক্ষিণের মুন্সিরহাট থেকে মন্নান মিজিকে আটক করা হয়। এরা দীর্ঘদিন ধরে টেকনাফের সাথ যোগসাজস করে চাঁদপুর জেলায় ইয়াবার চালান নিয়ে আসে।’
পরে মন্নান, সহযোগী রাসেল, আবু ও তার সহযোগী শুক্কুরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
প্রতিবেদক- আনোয়ারুল হক
: আপডেট, বাংলাদেশ সময় ০৯:৩০ পিএম, ৯ জুন ২০১৬, বৃহস্পতিবার
ডিএইচ